ভারতে হাসপাতালে আগুনে ৪ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর, ২০২১, 10:19 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর, ২০২১, 10:19 AM
ভারতে হাসপাতালে আগুনে ৪ নবজাতকের মৃত্যু
ভারতের মধ্যাঞ্চলের একটি নবজাতক-সেবা ইউনিটে আগুন ছড়িয়ে পড়লে চারটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি এমন খবর দিয়েছে। ভারতের বিভিন্ন হাসপাতালে চলতি বছরে কয়েক দফা অগ্নিকাণ্ডে কয়েক ডজন নিহতের ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশের কমলা নেহেরু হাসপাতালের ওই নবজাতক ইউনিটে চল্লিশটির বেশি শিশু ছিল। তাদের মধ্যে অনেকের ওজন কম। এসব নবজাতককে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যটির চিকিৎসা শিক্ষামন্ত্রী বিভাষ কৈলাশ শারাং বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের অন্যান্য শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। মহারাষ্ট্রের একটি হাসপাতালে গতসপ্তাহে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।