ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ নভেম্বর, ২০২৫,  3:49 PM

news image

ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার (১ নভেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশের  শ্রীকাকুলামে কাসিবুগগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দিন একাদশী উপলক্ষে মন্দিরটিতে তীর্থযাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, মন্দির থেকে প্রকাশিত ভয়াবহ ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। অনেকে শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। পদদলিত হওয়ার পর মন্দিরের প্রাঙ্গণে বহু দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। অনেকে আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং শ্বাসকষ্টে থাকা অন্যদের ভিড় থেকে টেনে বের করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি সূত্র জানিয়েছে, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে এত বিশাল ভিড়ের প্রত্যাশা সম্পর্কে আগে থেকে জানায়নি। পদদলিত হওয়ার সময় মন্দির এলাকায় নির্মাণ কাজ চলছিল। কর্তৃপক্ষের বরাতে জানা যায়, হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন একাদশী উপলক্ষে মন্দিরে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন। এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুকে প্রার্থনা ও পূজা অর্পণ করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন,অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এটিকে হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। তিনি আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।  উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার তদন্ত করা হবে। পাশাপাশি, কার্তিক মাসে বড় মন্দিরগুলোতে ভিড়ের কথা মাথায় রেখে তিনি এনডাউমেন্ট বিভাগের কর্মকর্তাদের যথাযথ সারির ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম