ভারতে দাপট দেখাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন
আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০২১, 11:49 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০২১, 11:49 AM
ভারতে দাপট দেখাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন
ভারতে নতুন করে ৮ হাজার করোনা রোগী শনাক্ত। তারই মাঝে সোমবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৮৩৪ জন। কমছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে তা এক লাখের নিচে, গত ৫৫২ দিনের মধ্যে যা সর্বনিম্ন। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৮ হাজার ৪১৬। ওমিক্রনের দাপট বাড়ায় ভারতে মহামারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ২১ জনের শরীরে ওমিক্রন স্ট্রেন মিলেছে। দিল্লি, রাজস্থানেও ছড়াচ্ছে নতুন স্ট্রেনটি। তেলেঙ্গানায় ৪৩ জন কোভিড পজিটিভ হওয়ায়, তাদের নমুনাও জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।