ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ল স্বর্ণের দাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভাঙল সব রেকর্ড জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় নিচ্ছে ১৪০ কোটি টাকা এনআইডি নিয়ে স্বল্পমূল্যে পণ্য বিক্রির অভিযোগ, জামায়াত সমর্থককে জরিমানা আশা নিয়ে ছুটিতে গেলেন ফিল সিমন্স ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের রেকর্ড দাম ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক, দাবি রিপোর্টে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৫,  10:51 AM

news image

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আটকের দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে। তবে তদন্তের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেন। তাকে তল্লাশি করে কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়, যা নিশ্চিত করে অনুপ্রবেশকারী একজন জ্যেষ্ঠ বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, অনুপ্রবেশকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা এবং তাকে আটক করার বিষয়টি একটি বিরল ঘটনা। কর্মকর্তারা আরও জানান, ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ জানতে তদন্ত চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে নিরন্তর নজরদারির গুরুত্ব তুলে ধরে। এ জন্য রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।” সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম