ভারতের কোচ হয়েই গম্ভীরের ‘অন্যরকম’ বার্তা
স্পোর্টস ডেস্ক
১০ জুলাই, ২০২৪, 10:57 AM
স্পোর্টস ডেস্ক
১০ জুলাই, ২০২৪, 10:57 AM
ভারতের কোচ হয়েই গম্ভীরের ‘অন্যরকম’ বার্তা
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গৌতম গম্ভীরকেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্বাভাবিকভাবেই তাই বিশ্বকাপজয়ী দলের ওপর সমর্থকদের প্রত্যাশা থাকবে আরও বেশি। সেই প্রত্যাশার চাপে নুইয়ে না পড়ে দলকে আগামীতে আরও সাফল্য এনে দিতে চান গম্ভীর। ভারতের প্রধান কোচের চেয়ারে বসে সেই আশার বাণী শোনিয়েছেন গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গম্ভীর বলেন, ‘দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মানের ছিল। জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি, সে যতই অন্য ভূমিকায় হোক না কেন। কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল এখনই তাই। আর সেটা দেশকে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়ের দায়িত্ব রয়েছে নীল জার্সিধারীদের কাঁধে। তাদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার সেটাই করব।’ গম্ভীর বোর্ডের বিবৃতিতেও কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘তেরঙা, আমার দেশবাসী এবং দেশের সেবা করার সুযোগ পেয়ে সম্মানিত। ভারতীয় দলকে সফল ভাবে এত দিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড় এবং ওর সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত। ক্রিকেট খেলার সময় দেশের জার্সি প্রতি বার পরার সময়ে গর্ববোধ করেছি। নতুন দায়িত্ব নেওয়ার পরেও তার কোনও বদল হবে না। ক্রিকেট আমার প্যাশন। বোর্ড, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, সাপোর্ট এবং সবচেয়ে আগে, খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আগামী দিনে আরও অনেক প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে চাই।’ ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের ওপেনার ছিলেন গম্ভীর। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুইবার আইপিএল শিরোপা জিতে। আইপিএলের সবশেষ আসরে কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর।