আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি, ২০২৬, 3:32 PM
ভারতের ইন্দোরে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু
ভারতের মধ্যাঞ্চলীয় শহর ইন্দোরে দূষিত পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ২০০-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। স্থানীয় আইনপ্রণেতা কৈলাশ বিজয়বর্গীয় জানান, ইন্দোরে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানি বলেন, শহরের ভাগীরথপুর এলাকায় পানির পাইপলাইনে লিকেজের কারণে পানিতে জীবাণু ছড়িয়ে পড়ে। পরীক্ষায় পাইপলাইনের পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হয়েছে। তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে একই এলাকার ২০০-এর বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত এলাকার পানির নমুনার চূড়ান্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।’ জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রবণ ভার্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে। পানিশোধনের জন্য বাসিন্দাদের ক্লোরিন ট্যাবলেটও বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, ‘একটি লিকেজ পয়েন্ট শনাক্ত করা হয়েছে, যেখান থেকে পানি দূষিত হতে পারে। সেটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত ৮ হাজার ৫৭১ জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৩৮ জনের মধ্যে হালকা উপসর্গ পাওয়া গেছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহর টানা আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেয়ে আসছে। সূত্র: রয়টার্স