ঢাকা ০৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদ সহ তিনজন আটক জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয় নির্বাচনে ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা আগের মতো এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, যেভাবে ঘটছে বিস্তার জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত ফেনী সীমান্তে ভারতীয় মোবাইল নেটওয়ার্কের দাপট ভোটের বাকি ৩৫ দিন

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৬,  11:04 AM

news image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রাম থেকে আছিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  গৃহবধূ আছিয়া ওই গ্রামের আকাশ মাতুব্বরের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আছিয়ার মা ঘরের দরজা ও জানালা বন্ধ দেখতে পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় টিনের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম