ভক্তদের সুখবর দিলেন ইলিয়ানা
বিনোদন ডেস্ক
২৮ জুন, ২০২৫, 5:07 PM

বিনোদন ডেস্ক
২৮ জুন, ২০২৫, 5:07 PM

ভক্তদের সুখবর দিলেন ইলিয়ানা
সুখবর নিয়ে আবারও খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। গত ১৯ জুন তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। তবে সন্তান জন্মের এক সপ্তাহ পর, ২৮ জুন (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাতের ছবি শেয়ার করে নিজেই এই খুশির খবর জানিয়েছেন অভিনেত্রী। এনডিটিভি থেকে জানা যায় ক্যাপশনে ইলিয়ানা লেখেন, “পরিচয় করিয়ে দিচ্ছি কিয়েনু রেফ ডোনালের সঙ্গে।” প্রকাশিত ছবিতে দেখা গেছে, টুপি পরা ও তোয়ালে জড়ানো একটি শিশুর মুখ, যিনি পাশ ফিরে ঘুমিয়ে রয়েছেন। ছোট্ট এই মিষ্টি ছবিটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইলিয়ানার এই খুশির খবরে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ছাড়াও বলিউডের তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া, আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি, আথিয়া শেঠিসহ অনেকেই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন মা ও নবজাতককে। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে প্রথমবার মা হয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তখনও তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। যদিও মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেও বিয়ে নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। পরে জানা যায়, ২০২৩ সালের মে মাসে তিনি মাইকেল ডোলানকে বিয়ে করেন।