ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১২দিন জাকসু নির্বাচন: আরও এক কমিশনারের পদত্যাগ জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: নুর শেষ হলো জাকসুর ভোট গণনা নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার বন্ধ বামনায় অটোচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি ছাদ থেকে পড়ে ৩৭ বছর বয়সি চীনা জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৫,  10:40 AM

news image

ওপেনার সেদিকুল্লাহ আতাল ও আজমতুল্লাহ ওমরজাইর ব্যাটিং নৈপুণ্যে বড় জয় দিয়ে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর শুরু করল আফগানিস্তান।  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। রান বিবেচনায় হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় জয় আফগানিস্তানের। মঙ্গলবার আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ ও ইব্রাহিম জাদরান ১ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৪১ বলে ৫১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার আতাল ও মোহাম্মদ নবি। জুটিতে ৩ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে আউট হন নবি। পাঁচ নম্বরে নেমে ৫ রানের বেশি করতে পারেননি গুলবাদিন নাইব। দলীয় ৯৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে নাইব ফেরার পর পঞ্চম উইকেট জুটিতে ৩৫ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন আতাল ও ওমরজাই। ১৭তম ওভারে ২৫ এবং ১৯তম ওভারে ২৪ রান নেন আতাল-ওমরজাই জুটি। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে আফগানরা। হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় রান । আতাল ৪১ বলে ক্যারিয়ারে তৃতীয় এবং ওমরজাই ২০ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।  ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানে অপরাজিত থাকেন আতাল। ২টি চার ও  ৫টি ছক্কায় ২১ বলে ৫৩ রান করেন ওমরাজাই। হংকংয়ের আয়ুশ শুকলা ও কিঞ্চিত শাহ ২টি করে উইকেট নেন। জবাবে আফগানিস্তান বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি হংকংয়ের ব্যাটাররা। ২২ রানে প্রথম ৪ উইকেট পতনে শুরুতেই চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৯৪ রান করে ম্যাচ হারে হংকং।   দলের পক্ষে বাবর হায়াত সর্বোচ্চ ৩৯ এবং অধিনায়ক ইয়াসিম মুর্তজা ১৬ রান করেন। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব ২টি করে উইকেট নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম