ঢাকা ২৭ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে ৭ বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ভোলায় পৌরসভার গাড়ী‌তে আগুন ও হামলাকারী আসামী‌দের গ্রেফতা‌রের দাবী‌তে বি‌ক্ষোভ ও মানববন্ধন আগামীর বাংলাদেশ গঠনে যুব ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া সিলেটে ভূমিকম্প অনুভূত প্লট দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে ৭ বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

#

২৭ নভেম্বর, ২০২৫,  4:35 PM

news image

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দীর্ঘ ৭ বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে উপজেলার শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বোয়ালখালী উপজেলায় সরকারি বিদ্যালয় রয়েছে ১টি,বেসরকারি বিদ্যালয় রয়েছে ৩৪ টি,মাদ্রাসা রয়েছে ১৪টি, গত ৫.৩.২০১৯ সালে মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুচ বদলী হলে অজন্তা ইসলাম ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন গত ১৫.৯.২০২২ সালে তিনি ও বদলী হলে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন।  মো: ফরিদুল আলম হোসাইন তিনি গত ২৬.৪.২০২৩ সালে বদলী হলে বর্তমানে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পান সালমা ইসলাম। ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষা অফিসার হিসেবে। সপ্তাহের সোমবার তিনি রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।  শিক্ষা অফিসারের শূন্য পদের পাশাপাশি অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদ ও শূন্য রয়েছে। এই দুই পদে কেউ নিয়োগ না হওয়ায় শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমানে বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গুনিয়ার কার্যক্রম দেখছেন। তবে একাধারে দুই উপজেলার দায়িত্ব পালন করায় প্রয়োজনীয় নজরদারি ও তদারকি হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সাধারন সম্পাদক এস,এম মনজুর আলম বলেন,দীর্ঘদিন শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা নষ্ট হচ্ছে।  শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, দীর্ঘ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ খালি রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্য পদে লোকবল দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রত্যাশা করছি তারা শিগগিরই ব্যবস্থা নেবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম