বেলারুশের উপর নিষেধাজ্ঞা আবারো বাড়াচ্ছে ইইউ
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২১, 10:42 AM
![logo](https://dailymuktakhabar.com/frontend/assets/images/home/logo.png)
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২১, 10:42 AM
![news image](https://dailymuktakhabar.com/images/news/1637037747.jpg)
বেলারুশের উপর নিষেধাজ্ঞা আবারো বাড়াচ্ছে ইইউ
পোল্যান্ড সীমান্তে অভিবাসীদের চাপ বাড়তে থাকায় বেলারুশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। বিবিসি
ইইউ’র প্রধান কুটনৈতিক জোসেফ বোরেল বেলারুশের বিরুদ্ধে সীমান্তে অভিবাসী ঠেলে দিয়ে নিরাপত্তা হুমকি সৃষ্টি ও পরিস্থিতিকে ‘হাইব্রিডি ওয়ার’ হিসেবে তুলনা করেন। বুলগেরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সীমান্তে অভিবাসীদের ঠেলে দিয়ে নিরাপত্তা বিনষ্ট করার। তবে দেশটি এধরনের অভিযোগ অস্বীকার করেছে। সোমবার সীমান্তে শত শত অভিবাসীকে পোলিশ সেনারা ঘিরে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যায়, পোল্যান্ড সীমান্তে কাঁটাতারের বেড়ার অপর পাশে অভিবাসীরা অবস্থান নিয়েছে। পোল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীদের এখন উভয় সংকটে, না তারা পারছেন পোল্যান্ডে ফিরে যেতে না পারছেন বুলগেরিয়ার ঢুকে পড়তে।