ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

বেইজিং অলিম্পিক খেলোয়াড়সহ ৩৪ জন করোনায় আক্রান্ত

#

স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  10:46 AM

news image

করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বেইজিং অলিম্পিক ২০২২। রবিবার (৩০ জানুয়ারি) অলিম্পিক সংশ্লিষ্ট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা'র। জানা গেছে, আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশই হচ্ছে খেলোয়াড় ও দলের কর্মকর্তা। তাদের মধ্যে ২৩ জন অন্য দেশ থেকে এসেছেন বাকি ১১ জন আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, যে সব খেলোয়াড়ের করোনা শনাক্ত হবে তাদের নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। অস্ট্রেলিয়া জানায়, বেইজিং পৌঁছানোর পর তাদের দলের একজনের করোনা পজেটিভ হয়েছে।

এরপরেই তাকে আইসোলেশনে রাখা হয়। অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানায়, দলের সদস্যদের আগামীকাল চূড়ান্ত করোনা পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ রেজাল্ট এলে স্বাভাবিক নিয়মে ফেরা সম্ভব হবে। গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বেইজিংয় অলিম্পিক বয়কটের ঘোষণা দেয়। বলা হয়, দেশগুলোর কূটনীতিকরা এই অলিম্পিক বয়কট করবেন। সে অনুযায়ী অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশন পাঠায়নি তারা। তবে তাদের অ্যাথলেটরা খেলায় অংশ নেবেন বলে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম