ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন সতর্কবার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  2:27 PM

news image

অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন, আগামী দিনে কোভিডের রূপ ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। ওমিক্রনের ধাক্কা পেরিয়ে ক্রমেই সুস্থ হওয়ার চেষ্টা করছে দেশ তথা সারা বিশ্ব। কিন্তু এরই মধ্যে আরও একবার উদ্বেগ বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর সতর্কবার্তা। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ডব্লিউএইচওর পক্ষ থেকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন যে, আগামী দিনে কোভিডের যে নতুন রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। কারখভ বলেন,

পরের যে রূপটি চিন্তার কারণ হবে তা নিশ্চিতভাবেই অনেক বেশি সংক্রামক হতে চলেছে। কারণ সেটিকে বর্তমান রূপগুলোকে ছাপিয়ে যেতে হবে। আসল প্রশ্ন হলো, আগামী রূপগুলোর মারণক্ষমতা কতটা বেশি হবে। পাশাপাশি তার মতে, আগামী রূপগুলো আরও সহজে টিকাকে এড়িয়ে যেতেও সক্ষম হবে। কাজেই অতিমারি শেষ হয়ে যাওয়ার কোনো রকম আশা এখনই দেখা যাচ্ছে না বলেই মত তার। তবে টিকা এড়িয়ে সংক্রমিত করতে পারলেও টিকাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের প্রকোপ হবে কম। প্রসঙ্গত, কোভিডের প্রাথমিক রূপটির তুলনায় আলফা রূপটি প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক ছিল বলে বিশেষজ্ঞদের দাবি। তারপর আলফার থেকে ৫০ শতাংশ বেশি গতিতে ছড়িয়ে পড়েছিল ডেল্টা। আবার মারণ ক্ষমতা কম হলেও সংক্রমণ ক্ষমতায় ডেল্টাকে টেক্কা দিয়েছে ওমিক্রন। কাজেই যখনই কোভিডের কোনো রূপ উদ্বেগজনক হয়ে উঠেছে তখন দেখা গেছে যে, সেই রূপটি আগের চেয়েও বেশি সংক্রামক। কাজেই এরপর যদি উদ্বেগজনক কোনো রূপ দেখা যায় তবে তা সংক্রমণ ক্ষমতায় ছাপিয়ে যেতে পারে বর্তমান রূপগুলোকে। উদ্বেগ বাড়িয়ে কারখভের সাফ কথা কোভিড-পরবর্তী রূপগুলোর মারণক্ষমতা কম হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম