ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ল স্বর্ণের দাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভাঙল সব রেকর্ড জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় নিচ্ছে ১৪০ কোটি টাকা এনআইডি নিয়ে স্বল্পমূল্যে পণ্য বিক্রির অভিযোগ, জামায়াত সমর্থককে জরিমানা আশা নিয়ে ছুটিতে গেলেন ফিল সিমন্স ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের রেকর্ড দাম ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

বিশ্ব গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:17 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আরও ১০ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ২৯১ জন। এর আগে গতকাল (শুক্রবার) ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ আক্রান্ত এবং ১১ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছিলো। শনিবার (১৯ ফেব্রুয়ারি) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত ৪২ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৯১ হাজার ৯০৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ লাখ ৮৭ হাজার ৪৯৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ হাজার ৭০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন। এছাড়া রাশিয়া আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৭১ জন এবং মৃত্যু ৭৮৪ জন, ব্রাজিলে আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৭৪৮ জন এবং মৃত্যু ১ হাজার ১১৪ জন, দক্ষিন কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ৪৫ জন, জাপানে আক্রান্ত ৭৫ হাজার ৬০৩ জন এবং ‍মৃত্যু ২৪৪ জন, তুরস্কে আক্রান্ত ৮৭ হাজার ৪১১ জন এবং মৃত্যু ২৬৪ জন এবং ফ্রান্সে আক্রান্ত ৮২ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু ৩০৪ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৭৪৬ জন। এদেরমধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৬ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ২২৫ জনের এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮২ হাজার ৫২১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম