ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

বিশ্ব করোনা : মৃত্যুু ও শনাক্ত কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২২,  10:20 AM

news image

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৪ জন মারা গেছেন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এর আগে রোববার (১০ এপ্রিল) ২ হাজার ২১৬ জনের মৃত্যু এবং ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন রোগী শনাক্ত হয়েছিল। সোমবার (১১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৫৩২ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৩ হাজার ৩২২ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৩৩১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৪২১ জন এবং মৃত্যু ৩২৯ জনের। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু ২০ জন। ভারতে শনাক্ত ৭৯৯ জন এবং মারা গেছেন ২৭ জন। এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন, মৃত্যু ৪৫ জন। ইতালিতে আক্রান্ত ৫৩ হাজার ২৫৩ জন, মৃত্যু ৯০ জন। জাপানে আক্রান্ত ৫২ হাজার ১৬২ জন, মৃত্যু ৫৬ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৪৪ হাজার ১১৪ জন, মৃত্যু ১৪ জন। রাশিয়ায় আক্রান্ত ১৩ হাজার ৫৬ জন, মৃত্যু ২৫৯ জন ও মেক্সিকোতে আক্রান্ত ২ হাজার ৭১২ জন, মৃত্যু ১২৫ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম