ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

বিশ্ব করোনায় একদিনে শনাক্ত সাড়ে ৫ লাখ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  10:05 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। রোববার (১৭ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার ৮৮০ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ২১ হাজার ৯১০ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ১১ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৬১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৮৮২ জন এবং মৃত্যু ২৭৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১২ হাজার ৮৯০ জন এবং মৃত্যু ৮০ জন। রাশিয়ায় মারা গেছেন ২৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৫ জন। জার্মানিতে আক্রান্ত ৪৬ হাজার ৭৩ জন এবং মৃত্যু ১০৯ জন। জাপানে আক্রান্ত ৫০ হাজার ২৯৩ জন এবং মৃত্যু ৬১ জন। ব্রাজিলে মৃত্যু ৩৩ জন এবং আক্রান্ত ২ হাজার ৭৭৫ জন। ভারতে মৃত্যু ৫ জন এবং আক্রান্ত ১ হাজার ৪৮ জন। তুরস্কে আক্রান্ত ৪ হাজার ৮৬ জন এবং মৃত্যু ১৯ জন। ইতালিতে আক্রান্ত ৬৩ হাজার ৮১৫ জন এবং মৃত্যু ১৩৩ জন। এছাড়া হংকংয়ে ৪১ জন, ফিলিপাইনে ৮ জন, কানাডায় ২৩ জন, ইরানে ২৩ জন, গ্রিসে ৪৯ জন, চিলিতে ২৬ জন, মেক্সিকোতে ১২ জন এবং অস্ট্রেলিয়ায় ৩৫ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম