ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কনকনে শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি গোপালগঞ্জ মুক্ত দিবস আজ শাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯১ জন এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১৭৫০ ছাড়াল ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১ নির্বাচনের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২৫,  2:18 PM

news image

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম বেড়ে ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২ দশমিক ৪০ ডলার। বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং দুর্বল অর্থনৈতিক সূচক—দুটি বিষয়ই স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে এখন স্বর্ণের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড এখনো হার কমাতে পারে, যদিও ব্যাংক তা কম গুরুত্ব দিচ্ছে।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এ ছাড়া ব্যবসাগুলো ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের কারণে কর্মী ছাঁটাই বাড়িয়েছে। এদিকে, ভোক্তা আস্থাও প্রায় তিন বছর সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ৪০ দিনের দীর্ঘ সরকারি অচলাবস্থা (শাটডাউন) অর্থনীতিতে চাপ ফেলেছে। বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে,

কারণ এতে মুনাফাবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের স্বর্ণ মজুদ বেড়ে শুক্রবার দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ০৬ মেট্রিক টন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। এছাড়া, স্পট সিলভার বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ (আউন্সপ্রতি ৪৯ দশমিক ১৮ ডলার), প্লাটিনাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ (১ হাজার ৫৬৫ দশমিক ৩৬ ডলার) এবং প্যালাডিয়াম বেড়েছে দশমিক ৭ শতাংশ (১ হাজার ৩৮৯ দশমিক ৯৪ ডলার)। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম