ঢাকা ১১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী ১৫ বছরের লুটপাট তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

বিশ্বজুড়ে শেয়ারবাজারে মন্দা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৩,  10:37 AM

news image

আকস্মিক বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। এবার সুইজারল্যান্ডের শীর্ষতম ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে। ফলে বৈশ্বিক শেয়ারবাজারগুলোতে মন্দা বিরাজ করছে।  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে ব্যাংক সেক্টরে বিনিয়োগে অনাগ্রহী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। পরিবর্তে স্বর্ণ, ডলার, বন্ডে অর্থ খাটাচ্ছেন তারা। ফলে বিশ্বব্যাপী পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তাতে শেয়ারের দরপতন ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বড় ধাক্কা খেয়েছে এশিয়ার শেয়ারবাজার। জাপানের নিক্কেই সূচক পড়েছে ২ শতাংশ। অস্ট্রেলিয়ান শেয়ার দর কমেছে ২ শতাংশেরও বেশি। হ্যাং সেং ফিউচার্সের পতন হয়েছে ২ শতাংশ। মূলত ব্যাংকের শেয়ার মূল্য কমায় এ পরিস্থিতির উদ্ভব ঘটেছে। এশিয়ার মন্দার হাওয়া লেগেছে আমেরিকার পুঁজিবাজারেও। নিউইয়র্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। জেপি মরগ্যান চেজ, সিটিগ্রুপ ও ব্যাংক অব আমেরিকাসহ মার্কিন জায়ান্ট ব্যাংকগুলোর শেয়ার দাম ব্যাপক কমেছে। ফলে ওই অঞ্চলের শেয়ারবাজারে ধস নেমেছে। কার্যদিবসের শুরুতে স্বর্ণ, বন্ড, ডলার ঊর্ধ্বমুখী হয়েছে। তবে তেল, ট্রেজারি ইল্ড নিম্নমুখী ধারায় রয়েছে। গত বছর থেকেই লোকসানে রয়েছে ক্রেডিট সুইস ব্যাংক। এ অবস্থায় তাতে আর বিনিয়োগ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সৌদি ন্যাশনাল ব্যাংক। ফলে সুইস ব্যাংকটির অবস্থা আরও নাজুক হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম