ঢাকা ২৫ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ব্যাটারিচালিত রিকশা চলবে, হাইকোর্টের আদেশ স্থগিত যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার ৩ কলেজের সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে ব্যাটারিচালিত রিকশার সমস্যা সমাধানে যাত্রী কল্যাণ সমিতির ৮ সুপারিশ সংশোধিত ট্রাইব্যুনালে পুলিশ-র‍্যাবেরও বিচার করা যাবে একনেকে অনুমোদন পেল যে ৫ প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে নতুন ইসির মতবিনিময়

বিপিএল: ১০০ রানও করতে পারেনি সিলেট

#

ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২,  2:42 PM

news image

বিপিএলের অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি সিলেট সানরাইজার্স। তবে ব্যাট হাতে মোসাদ্দেক হোসেন সৈকতের দলের শুরুটা হয়েছে নড়বড়ে। কুমিল্লার বোলারদের দাপটে মাত্র ৯৬ রানে গুটিয়ে গিয়েছে সিলেট। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামের দাপুটে বোলিংয়ে ১৯.১ ওভারেই সবকটি উইকেট হারায় সিলেট। সিলেটের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটা করেন নাহিদুল ইসলাম।

ব্যক্তিগত ৩ রানে উইকেটের পেছনে মাহিদুল ইসলাম আকনের তালুবন্দি হয়ে ফেরেন এনামুল হক। দলীয় ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। সর্বোচ্চ ২০ রান করে শহিদুল ইসলামের উইকেটে পরিণত হন কলিন ইনগ্রাম। রবি বোপারা ১৭, সোহাগ গাজী ১২ রান করেন। এছাড়া কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। কুমিল্লার মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান তানভির ইসলাম ও মুমিনুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম