বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষার্থী তামীমের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণে রুল
নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর, ২০২১, 1:03 PM
নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর, ২০২১, 1:03 PM
বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষার্থী তামীমের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণে রুল
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
শিশুটির বাবা সাহাদাত হোসেনের করা রিটের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। জ্বালানি সচিব, পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজারসহ সংশ্লিষ্ট পাঁচ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।