ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

বিক্ষোভকারীদের সহায়তা করবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার কঠোর সতর্কবার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৬,  11:10 AM

news image

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এবং বলেছেন, ‘সহায়তা আসছে।’ এর পরই যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তারা এটাকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের পক্ষের হস্তক্ষেপ বলেও উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে ২০২৫ সালের জুনে ইরানে যে হামলা হয়েছিল, তা আবার ঘটানোর চেষ্টা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছে মস্কো। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে পোস্ট দেন। সেখানে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিক্ষোভ দমনে জড়িতদের শাস্তি পেতে হবে। তিনি আরও জানান, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে। তবে কী ধরনের সহায়তা আসছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। এ ছাড়া ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যারা ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। ইরান এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও চীন এটার সমালোচনা করেছে। চীন জানিয়েছে, বাণিজ্যযুদ্ধে কেউ লাভবান হয় না। উল্লেখ্য, ২০২৪ সালে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল চীন। এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান শক্ত জবাব দেবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং যেসব দেশ ওয়াশিংটনকে সহায়তা করবে, সেগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানে বর্তমানে তীব্র বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠনের তথ্যমতে, দেশটির ৩১টি প্রদেশে ৬০০–এর বেশি বিক্ষোভ হয়েছে। এতে অন্তত দুই হাজার মানুষ নিহত এবং ১৬ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে। অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতি এই বিক্ষোভের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম