ঢাকা ২৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান সিইসির নতুন জোটের ঘোষণা এনসিপির মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান

বামনা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা

#

২৫ নভেম্বর, ২০২৫,  10:56 AM

news image

মাসুদ রেজা ফয়সাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা–২ (১০৯) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি'র পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় বামনা উপজেলার ২ নং বামনা সদর ইউনিয়নের রুহীতা আমতলী সার্বজনীন রাধা গোবিন্দ ও দুর্গা মন্দির আখড়া বাড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বামনা সরকারি সারোয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, আলহাজ্ব নেসার উদ্দীন শরীফ, যুগ্ম আহ্বায়ক রামনা ইউনিয়ন বিএনপি; অঞ্জন চ্যাটার্জী, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; বাবুল গোমস্তা, সভাপতি সেবাশ্রম গুদিঘাটা; গৌতম রায়, সভাপতি আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির; মানিক কুমার পংকজ, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ; বাবুল চন্দ শীল, সাধারণ সম্পাদক শ্রী গুরু সংঘ; বাবাুল চন্দ্র বেপারী, সভাপতি আমতলী রুহীতা আখড়া বাড়ি মন্দির; ২ নং বামনা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সহ আরও অনেকে। সভার সঞ্চালনা করেন সঞ্চয় কর্মকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন কমিটি 

প্রধান অতিথির বক্তব্য মোঃ আবুল কালাম আজাদ রানা বলেন, "বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ৫ তারিখের পর সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো বিপদের সময় আমরা পাশে ছিলাম এবং তাঁদের নিরাপত্তায় সচেষ্ট থেকেছি। যার কারনে বামনায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আগামী নির্বাচনেই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বরগুনা–২ আসনের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

প্রধান বক্তার বক্তব্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ বলেন, "সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখা বিএনপির মূল আদর্শ। সনাতন ধর্মাবলম্বীসহ সকল নাগরিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতে ধানের শীষের বিকল্প নেই।” সভাপতির বক্তব্য অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সামাজিক শক্তি। সকল ধর্মের মানুষের সমান অংশগ্রহণে রাষ্ট্র এগিয়ে যায়। আজকের সভা সেই সম্প্রীতির দৃষ্টান্ত। আমরা শান্তি, সৌহার্দ্য এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষের বিজয় কামনা করি।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম