বাঞ্ছারামপুরে বিনা মূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ
নিজস্ব প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২২, 4:38 PM

নিজস্ব প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২২, 4:38 PM

বাঞ্ছারামপুরে বিনা মূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা কৃষি অফিস ভবনে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার এ কি মিত্র চাকমার সভাপতিত্বে এ বীজ বিতরণ করা হয়। এলাকার ১৪০০ কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ টমেটো, আলু,বেগুন, লাউ, লালশাক,পালংশাক ইত্যাদি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বাঞ্ছারামপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির। আরও উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম বকুল, ভাইস চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ যুবলীগ বাঞ্ছারামপুর, পৌর মেয়র তফাজ্জল হোসেন এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক বৃন্দ। সার্বিক তত্বাবধানে ছিলেন, কৃষিবিদ মোঃ নাছির উদ্দীন।