ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাদেশের হার, টানা দ্বিতীয় জয় তুলে নিল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২১,  7:29 PM

news image

বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আবুধাবিতে বাংলাদেশের ছুড়ে দেয়া ১২৫ রানের জবাবে ৩৫ বল হাতে রেখে আট উইকেট জয় পায়  ইংল্যান্ড। জেসন রয় করেন ৬১ রান। ডেভিড মালান ২৮ রানে অপরাজিত থাকেন। পতন হওয়া ইংল্যান্ডের দুই উইকেটের একটি দখল করেন নাসুম আহমেদ। অপরটি পেয়েছেন বিশ্বকাপে অভিষেক হওয়া শরিফুল ইসলাম।  এর আগে নাসুম আহমেদের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সাকিব মাহমুদুল্লার ব্যাটিং ব্যর্থতার দিনে ৯ বলে ১৯ রান করেন নাসুম। এরমধ্যে আদিল রশিদের করা ১৯তম ওভারে ১৭ রান করেন এই স্পিনার। নাসুম ছাড়া এদিন কারো ব্যাট থেকেই বলার মতো রান আসেনি। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ২৯ রান করেছেন মুশফিক।  এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ১৮ ও নুরুল হাসান সোহান ১৯ রান করেন। এদিন ৫০ বল ডট দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ইংল্যান্ডের  টাইমাল মিলস তিনটি, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট দখল করেন। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি টাইগার ওপেনারদ্বয়। মঈন আলীর করা ২.২ ওভারে উড়িয়ে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের তালুবন্দি হন লিটন। ফেরার আগে ৮ বলে ৯ করেন লিটন। এরপরের বলেই মোহাম্মদ নাঈমকে ফেরান মঈন। আগের ম্যাচে ৬২ করা নাঈমের সংগ্রহ এবার মাত্র ৫। থিতু হতে পারেননি সাকিব আল হাসানও। চার রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে আশা দেখাচ্ছিলেন মুশফিকুর রহীম। চতুর্থ উইকেটে এরা দুজন গড়েন ৩৭ রানের জুটি। এরপরেই লিয়াম লিভিংস্টোনের বলে কাটা পরেন মুশফিক। এলবি হয়ে ফিরেন ২৯ রান করে।  বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আফিফ হোসেন। তাকে ডেকে এনে রানআউট করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২৪ বলে ১৯ রান করে লিভিংস্টোনের বলে আউট হন রিয়াদ। মেহিদিও ফিরেছেন ১১ রান করে। 


বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।


ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মুঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম