ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

বাংলাদেশের শুরুটা ভালো হলেও কনওয়ের ব্যাটে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি, ২০২২,  10:38 AM

news image

উইল ইয়ংয়ের বিদায়ের পর আরেকটি বড় জুটি গড়ার চেষ্টা করে নিউজিল্যান্ড। সে লক্ষ্যেই এগিয়ে যান দুই ব্যাটার—ডেভন কনওয়ে ও রস টেইলর। এর মধ্যে সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেইলরও। কিন্তু, থিতু হতে পারেননি। তাঁর প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম। ৩১ রানে বিদায় করেন টেইলরকে। তাঁর বিদায়ে ভাঙে ১০৯ বলে ৫০ রানের জুটি। আজ শনিবার টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে সেঞ্চুরির দেখা পান কনওয়ে। ১৮৬ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। তাঁর শতরানের ইনিংসটিতে ছিল ১৪ চার ও ১ ছক্কা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এটি।

এর আগে লর্ডসে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেটিকে অবশ্য ডাবলে রূপ দিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কনওয়ের সেঞ্চুরির পরপরই টেইলকে আউট করেন শরিফুল। কিউইদের প্রথম উইকেটটিই তিনিই নেন। উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে নিউজল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের উইকেটে ছিল সবুজের ছোঁয়া। সে সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। প্রথম দেড় ঘণ্টায় সে সুবিধা কাজেও লাগাতে পেরেছে বাংলাদেশ। কিন্তু, এর পরেই যেন পাল্টে গেছে উইকেটের চিত্র। ব্যাটারদের পক্ষে কথা বলছে উইকেট। সে সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন ডেভন কনওয়ে। প্রথম ঘণ্টায় স্কোরবোর্ডে মাত্র ১৫ রান তোলা নিউজিল্যান্ড পরের দ্বিতীয় সেশন পর্যন্ত মিলে তুলেছে ১৪৭ রান। উইকেট হারিয়েছে মোটে দুটি। দ্বিতীয় সেশনের হতাশায় চা বিরতির স্বাদ পেল না বাংলাদেশ। এর মধ্যে প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ৬৬ রান তোলে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে তোলে ৮১ রান। সিরিজের প্রথম টেস্টের শুরুটা দারুণ করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ফিরিয়ে দেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে। কিন্তু, প্রথম সেশনে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম সেশনেই প্রতিরোধ গড়ে তোলে টম ল্যাথামের নিউজিল্যান্ড। দলীয় ১ রানেই উইকেট হারিয়েছিল তারা। কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া টম ল্যাথামকে টিকতে দেননি পেসার ফেরান শরিফুল। বাংলাদেশি পেসারের ভেতরে ঢোকা বল ল্যাথামের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন  লিটন। ১৪ বলে ১ রান করেন ল্যাথাম। ল্যাথাম ফিরলেও শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিং দিয়ে দাপট দেখায় বাংলাদেশ। প্রথম ৮ ওভারে স্রেফ দুই রান দেয় বাংলাদেশ। তা ছাড়া প্রথম ঘণ্টাতেও মাত্র ১৫ রান দেয় বাংলাদেশ। তবে, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে রানার গতি বাড়িয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪৮.৩ তম ওভারে ইয়ংয়ের রান আউটে ভাঙে ওই জুটি। ১৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান ইয়ং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম