বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, 10:57 AM
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, 10:57 AM
বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন
বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের ভিসার জন্য আবেদন করবেন, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। তবে যেসব আবেদনকারী চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি অবস্থানের ভিসা (ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরি) গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম বহাল থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় অবস্থিত চীনা ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।