বাঁধনের নতুন সিনেমা ‘এশা মার্ডার’
বিনোদন প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৩, 11:50 AM
বিনোদন প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৩, 11:50 AM
বাঁধনের নতুন সিনেমা ‘এশা মার্ডার’
চাঞ্জল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। সানী সানোয়ার পরিচালিত সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবং নবাগত পূজা এগনেজ ক্রুজ। মঙ্গলবার (২১ নভেম্বর) বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিট চিফ, অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। এছাড়াও চলচ্চিত্রটির শিল্পী, কলাকুশলীরা ও আমন্ত্রিত অতিথিরা। সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না।
ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের বেস্টটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি শেয়ার করব।’ নবাগত পূজা ক্রুজ বলেন, ‘ইচ্ছা ছিল পেশাদার একটি প্রোডাকশন হাউজ থেকে একটি বড় সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করবো। শেষমেশ সেটা হলো এবং ভালোভাবেই হলো। গল্প এবং চরিত্র দু'টাই আমার দেখা এবং জানা বেস্ট অব দ্যা বেস্ট মার্ক পাবে।’ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, আজমেরী হক বাঁধন, পূজা এগনেজ ক্রুজ, মিশা শওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত,রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, মাজনুন মিজান, কাজী আনিসুল হক বরুন, সুষমা সরকার, দীপু ঈমাম প্রমুখ। সিনেমাটির লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেইসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ঢাকা অ্যাটাক মুক্তির পর পরই। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে, ২০২৩-এ স্যুটিং শুরু করতে যাচ্ছি।’ বিঞ্জ ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটির আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে এবং মুক্তি পাবে আগামী রোজার ঈদে।