ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

বরিশাল বিশ^বিদ্যালয়ে পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২২,  10:54 PM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (২৮ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এবং বরিশাল বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সকাল ১০ টা থেকে দিনব্যাপি এ কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ খোরশেদ আলম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল ক্ষেত্রে গুনগত শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। কেননা গুনগত শিক্ষা মানুষকে পরিবর্তন করে উন্নতির দিকে ধাবিত করে। আর গুনগত শিক্ষা অর্জনে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণা ছাড়া শিক্ষা সঠিক ভাবে কোন কাজে আসে না। বাংলাদেশ যেভাবে আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তা সবই গুনগত শিক্ষার ফসল। বিশ^ আজ ৪র্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে চলছে। আমাদের এটি এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। মনে রাখতে হবে উন্নত বিশে^র সাথে তাল মেলাতে হলে গুনগত শিক্ষা অর্জন ও তার যথার্ত প্রয়োগের কোন বিকল্প নেই। দিনব্যাপি আয়োজিত এ কর্মশালায় পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক মোট ১৩টি পেপার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ, বরেণ্য গবেষকসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম