ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

#

০২ জানুয়ারি, ২০২৩,  2:12 PM

news image

বরগুনায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা ডিসি অফিসের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্প কলা একাডেমির সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে।  আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো. হাবিবুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার জনাব মো. আব্দুস ছালাম, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতালেব মৃধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবদুর রশিদ, সিভিল সার্জন ডা: ফজলুল হক সহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব মো. সহিদুল ইসলাম। আলোচনা শেষে তিনজনকে হুল চেয়ার বিতরন করা হয়। হুল চেয়ার প্রাপ্ত ব্যাক্তিরা হলেন, ৪ নং কেওড়াবুনিয়ার আব্দুল বারেক (৬৫), ২ নং গৌরীচন্না ইউনিয়নের আব্দুল লতিফ (৭০), বরগুনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মো. মাহফুজ (১৩)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম