
NL24 News
০২ জানুয়ারি, ২০২৩, 2:12 PM

বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
বরগুনায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা ডিসি অফিসের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্প কলা একাডেমির সামনে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে। আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার জনাব মো. আব্দুস ছালাম, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতালেব মৃধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবদুর রশিদ, সিভিল সার্জন ডা: ফজলুল হক সহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব মো. সহিদুল ইসলাম। আলোচনা শেষে তিনজনকে হুল চেয়ার বিতরন করা হয়। হুল চেয়ার প্রাপ্ত ব্যাক্তিরা হলেন, ৪ নং কেওড়াবুনিয়ার আব্দুল বারেক (৬৫), ২ নং গৌরীচন্না ইউনিয়নের আব্দুল লতিফ (৭০), বরগুনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মো. মাহফুজ (১৩)