ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা ‘প্রশাসনের পক্ষ’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি-বিএনপির আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াতের আমির চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে ২২ তরুণ সংগঠনের শান্তিপূর্ণ ধর্মঘট ও সড়ক অবরোধ

#

১২ এপ্রিল, ২০২৫,  11:45 AM

news image

“#DoNotSellOurFuture” আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা তরুণদের

মো:  সোহানুর রহমান সৈকত : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় তরুণরা। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী পালিত “জলবায়ু ধর্মঘট”-এর অংশ হিসেবে বরগুনার ২২টি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে পরিণত হয়। এতে শতাধিক তরুণ-তরুণী, শিক্ষার্থী ও পরিবেশসচেতন নাগরিক অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, “বরগুনা ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও ভূমিক্ষয়ের কারণে কৃষি, বাসস্থান এবং জীবিকা সংকটে পড়েছে।” মো: সোহানুর রহমান সৈকত, সমন্বয়ক, ওয়াইএফপি বরগুনা কমিটি বলেন, "জলবায়ু ন্যায়বিচার এখন আর শুধু কোনো পরিবেশবাদী আন্দোলনের শ্লোগান নয়, এটি উপকূলের তরুণদের বাঁচার অধিকার। আমরা চাই আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে সরাসরি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ও অভিযোজন প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত হোক। আমাদের ভবিষ্যৎ যেন কোনো পুঁজিবাদী প্রক্রিয়ায় বিক্রি না হয়।” এসময় আরও বক্তব্য রাখেন: সঞ্চালক সুবাহ্ তাবাসসুম ঐশী (এনডিএফ প্রতিনিধি), মেজবাহ (রাইট টক বাংলাদেশ), বাপন দেবনাথ (বরগুনা সাইক্লিং কমিউনিটি), সিফাত (বিডিক্লিন), মহিব্বুল্লাহ ও বনি আমিন (সোনারবাংলা ইয়ুথ ক্লাব), ইমন (বরগুনা সাইন্স সোসাইটি), উসুফ সাগর (বিশখালী ইয়ুথ টিম), মারিয়া আক্তার (বিওয়াইসিও), আশরাফুল হিমেল ও এহসান আহমাদ নোমান (সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন), নিঝুম (দুর্বার ইয়ুথ নেট), খাইরুল ইসলাম মুন্না (গ্রীন পিস ইয়ুথ সোসাইটি), মহিউদ্দিন অপু (আত্মোন্নয়ন মঞ্চ), শহিদুল ইসলাম স্বপ্ন (শিউলি ফাউন্ডেশন) প্রমুখ। বক্তারা আরও জানান, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সরাসরি ক্ষতিপূরণ প্রদান ও টেকসই অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এখন সময়ের দাবি। মাবেশ শেষে পাঁচ মিনিটের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম