বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
১০ ডিসেম্বর, ২০২৫, 11:10 AM
NL24 News
১০ ডিসেম্বর, ২০২৫, 11:10 AM
বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মোঃ সোহানুর রহমান সৈকত: ,‘দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য—একসাথে, এখনই’ শ্লোগানকে ধারণ করে বরগুনায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনার যৌথ উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা এবং দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, ইয়েস সদস্য, এসিজি সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন শেষে তরুণদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ, সনাক সভাপতি অ্যাড. মো. আনিসুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরে লিখিত ধারণাপত্র পাঠ করেন সনাকের সাবেক সভাপতি মনির হোসেন কামাল। অ্যাড. আনিসুর রহমান তার বক্তব্যে পরিবার থেকে দুর্নীতিবিরোধী চর্চা শুরু করার আহ্বান জানিয়ে বলেন, “দুর্নীতি দমন ও সততার চর্চায় তরুণ প্রজন্মকে যুক্ত করতেই হবে।” তিনি টিআইবির প্রণীত ১২ দফা দাবি উপস্থাপন করে সরকারি নীতি-নির্ধারণী পর্যায়ে তা বাস্তবায়নের আহ্বান জানান। পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরগুনায় জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করতে আমরা কাজ করছি।” জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার তার বক্তব্যে সততা ও স্বচ্ছতার চর্চাকে দুর্নীতি প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, “দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। পরিবার ও কর্মক্ষেত্রে সবাইকে সততার মানদণ্ড বজায় রাখতে হবে।” তিনি স্কুল-কলেজ পর্যায়ে দুর্নীতিবিরোধী চেতনা বিস্তারে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজনে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও মতবিনিময়ে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টিআইবি ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে আসছে। দীর্ঘ দাবিনামার পর ২০১৭ সাল থেকে বাংলাদেশ সরকারিভাবে দিবসটি পালন শুরু করে।