বরগুনায় ঘুর্ণিঝড় সিডর দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২২, 3:12 PM

নিজস্ব প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২২, 3:12 PM

বরগুনায় ঘুর্ণিঝড় সিডর দিবস পালিত
দোয়া অনুষ্ঠান ও স্মরণসভার মাধ্যমে বরগুনায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের স্মৃতিময় দিবস পালিত হয়। বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। আজ সিডর দিবস। ১৫ বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর উপকূলীয় বরগুনা জেলায় নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ মেতে ওঠে। প্রচন্ড বাতাস আর পানির তান্ডবে বিধ্বস্ত হয় কয়েক লাখ ঘর, বাড়ী ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি মাইলের পর মাইল বিলীন হয়ে যায় বেরিবাধ। ২০০৭ সালের এদিনে ঘূর্ণিঝড় সিডরে বরগুনা জেলায় সরকারি হিসাব অনুযায়ী ১ হাজার ৩৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আরও ১৫৬ জন। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার। আর আহতের সংখ্যা ২৮ হাজার ৫০ জন। বরগুনার সদরের নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়ায় যেখানে ১৯ কবরে ৩০ মরাদহ রাখা হয় সেখানে ২০০৮ সালে করা হয় সিডর স্মৃতিস্তম্ভ। সিডর স্মৃতিস্তম্ভে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি জনাব আবু জাফর সালেহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাওসার হোসেন, নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুজ্জামান মাহফুজ, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিম লিডার জনাব জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব জহিরুল হাসান বাদশা, বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব সোহেন হাফিজ প্রমূখ।