ঢাকা ২৭ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আগামীর বাংলাদেশ গঠনে যুব ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া সিলেটে ভূমিকম্প অনুভূত প্লট দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমানবাহিনী প্রধান বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নাই : জিয়াউর রহমান পাপুল

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৫,  1:58 PM

news image

বঙ্গোপসাগরের মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতোমধ্যে। দক্ষিণপূর্ব বা পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে এটি। তবে, এর মধ্যেই সাগরে সৃষ্টি হয়েছে আরেকটি নিম্নচাপ। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হচ্ছে এটি। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংস্থাটির বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নম্বর-১) থেকে জানা গেছে এসব তথ্য।  বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বৃহস্পতিবার সকাল ৬ টায় একই এলাকায় (৬.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮২.৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে আরও বলা হয়েছে, নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।  নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম