ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেল পাকিস্তানি অভিনেত্রীকে

#

বিনোদন ডেস্ক

০৯ জুলাই, ২০২৫,  11:40 AM

news image

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাউথ ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে ডিফেন্স ফেজ-৬-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সেখানে কয়েক দিন ধরে পড়ে ছিল। ডিআইজি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট খালি করার জন্য গিজরি থানা পুলিশ ও একজন বেলিফ মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেখানে যায়। দরজায় বহুবার নক করার পরও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান। দক্ষিণ বিভাগের এসএসপি মঞ্জুর আলী জানান, ২০২৪ সাল থেকে হুমাইরা ভাড়ার টাকা দিচ্ছিলেন না। এজন্য মালিক আদালতের শরণাপন্ন হন এবং ফ্ল্যাট খালি করার নির্দেশ পান।  প্রতিবেদনে বলা হয়েছে, লাশ দেখে পুলিশ ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়, তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, মরদেহটি ‘গভীর পচন’ অবস্থায় ছিল। কেমিক্যাল বিশ্লেষণের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে কোনো ষড়যন্ত্র বা খুনের আলামত পাওয়া যায়নি। কারণ সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন এসএসপি। পুলিশ জানিয়েছে, তার মোবাইল ফোনের যোগাযোগের সূত্র ধরে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া হচ্ছে। ডন ডটকম সূত্রে জানা যায়, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জালাইবি’ এবং বিখ্যাত রিয়েলিটি শো ‘তমাশা ঘর’-এ অংশ নিয়ে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম