ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু, দাবি রিপোর্টে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৫,  10:52 AM

news image

তিউনিসিয়ায় নোঙর করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
গণমাধ্যমটি জানায়, বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে তারা এ তথ্য পেয়েছে। সিবিএসকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দুটি জাহাজে দাহ্য বস্তু ফেলে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় জাহাজ দুটি তিউনিসিয়ার সিদি বউ সাঈদ উপকূলে নোঙর করা ছিল। ঘটনাটি ঘটে গত ৮ ও ৯ সেপ্টেম্বর, দুই দফায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল পর্তুগিজ এবং ব্রিটিশ পতাকাবাহী দুটি ত্রাণবাহী জাহাজ। উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধি অনুযায়ী, বেসামরিক অবকাঠামোর ওপর দাহ্য অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ড্রোন হামলার বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি বেসামরিক নৌযান জব্দ করে এবং সেগুলোর প্রায় সব অধিকারকর্মীকে আটক করে। তথ্যসূত্র : আল-জাজিরা ও সিবিএস নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম