ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ফিলিস্তিনকে সমর্থন করায় সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী

#

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩,  2:32 PM

news image

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার মধ্যে এক ইনস্টাগ্রাম পোস্টে গাজার প্রতি সমর্থন জানিয়েছিলেন মেক্সিকোর অভিনেত্রী মেলিসা বারেরা মার্তিনেজ। এ কারণে হলিউডের সিনেমা ‘স্ক্রিম’ থেকে বাদ পড়েছেন এই লাস্যময়ী। যুক্তরাষ্ট্রের ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন মেলিসা। এ বছর মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠতম সিনেমায় দেখা গেছে তাকে। সপ্তম সিনেমায়ও তার থাকার কথা ছিল, তবে গাজাকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করায় সিনেমাটি থেকে তাকে বাদ দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া। ওই ইনস্টাগ্রাম পোস্টে মেলিসা বারেরা লিখেছেন, ‘গাজার অবস্থা এখন অনেকটা বন্দিশিবিরের মতো। মানুষ গাদাগাদি করে থাকছেন; পানি ও বিদ্যুৎ নেই। আমাদের ইতিহাস থেকে মানুষ কিছুই শেখেনি। এবারও মানুষ মুখ বুজে সব দেখছেন। এটা গণহত্যা, গাজার মানুষকে জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে।’  মেলিসা বারেরার বাদ পড়ার খবর প্রথম প্রকাশ করে ভ্যারাইটি। পরে স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইহুদি বিদ্বেষ বা যে কোনো বিদ্বেষমূলক অবস্থান আমরা সহ্য করব না। গণহত্যা, জাতিগতভাবে নির্মূল নিয়ে ভুল তথ্য দিয়ে তিনি সীমা লঙ্ঘন করেছেন।’ ৩৩ বছর বয়সি এ অভিনেত্রীকে সিনেমার পাশাপাশি টিভি সিরিজেও নিয়মিত দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম