ঢাকা ০৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদ সহ তিনজন আটক জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয় নির্বাচনে ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা আগের মতো এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, যেভাবে ঘটছে বিস্তার জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত ফেনী সীমান্তে ভারতীয় মোবাইল নেটওয়ার্কের দাপট ভোটের বাকি ৩৫ দিন

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৬,  11:05 AM

news image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর কাছে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স’র। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এবং এটি সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের অন্তর্গত বাকুলিন গ্রামের প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে অবস্থিত। ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে জানিয়েছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) বিষয়ে সতর্ক করেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় দায়িত্বে থাকা পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। হিনাতুয়ানের স্থানীয় পুলিশপ্রধান জোয়ি মনাতো বলেন, কম্পন খুব বেশি শক্তিশালী ছিল না, তবে মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল ফোনে জানান, বুধবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল গত অক্টোবর মাসে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রের ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছিল। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছিল। তিনি আরও বলেন, এ ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই। এটি ধ্বংসাত্মক সুনামি ঢেউ সৃষ্টি করবে না, কারণ ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীরে সংঘটিত হয়েছে। উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম