ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে শীতে কাঁপছে উত্তরের জেলা রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ বাজারে বাড়তি চাহিদার মধ্যেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক জবির প্রথমবর্ষের ভর্তি আবেদন শেষ, আসনপ্রতি লড়াই করবেন ৭১ শিক্ষার্থী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩ ভারতে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা ফিফা শান্তি পুরস্কার পেয়ে যা বললেন ট্রাম্প

ফিফা শান্তি পুরস্কার পেয়ে যা বললেন ট্রাম্প

#

স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২৫,  10:44 AM

news image

বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তির বার্তাবাহক হিসেবে প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। আলো ঝলমলে অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-র বক্তব্যের পরই মঞ্চে ডাকা হয় ট্রাম্পকে।  উপস্থিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, এটি তার জীবনের অন্যতম সম্মানের পুরস্কার। এ জন্য তিনি পরিবারকে ধন্যবাদ জানান, বিশেষ করে স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার বিশেষ অর্জনের ভাগিদার বলেও জানান। তিনি বলেন, “আপনাদের অনেক ধন্যবাদ, এটি সত্যিই আমার জীবনের বিশেষ সম্মাননা।” এরপর তিনি বলেন, “আমরা কোটি কোটি জীবন বাঁচিয়েছি। কঙ্গো এর অন্যতম উদাহরণ, যেখানে ১০ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল, এবং তারা খুব দ্রুত ১০ মিলিয়নের দিকে যাচ্ছিল। এছাড়াও ভারত ও পাকিস্তানকেও আমরা সাহায্য করেছি; যুদ্ধগুলো শুরু হওয়ার ঠিক আগে আমরা তা থামিয়েছি।” ফিফা সভাপতির প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, “জিয়ান্নি অসাধারণ কাজ করেছেন। তিনি টিকিট বিক্রির নতুন রেকর্ড গড়েছেন। এটি তার ফুটবলের প্রতি অনন্য ভালোবাসা প্রকাশ করে।” এর আগে ফিফা জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠা ও মানুষকে একত্রিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এমন ব্যক্তিদের সম্মান জানাতেই এই পুরস্কার চালু করা হয়েছে। ফিফার ভাষায়, এই পুরস্কার দেওয়া হবে “বিশ্বের পাঁচশ কোটি ফুটবল সমর্থকের পক্ষ থেকে।” তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা ফিফার কাছে পুরস্কারটির মানদণ্ড, মনোনীতরা কারা এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে আবেদন করেছিল, কিন্তু কোনো উত্তর পায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম