ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
একনেকে ৪৬৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন বেসরকারি শিক্ষকদের বেতন-বিল নিয়ে সুখবর নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে: আইজিপি শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আদেশ জমিয়তকে ৪ আসন ছেড়ে দিলো বিএনপি হযরত শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ বাবুবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ১৭ জনকে নিরাপদে উদ্ধার নির্বাচনী প্রস্তুতি, সক্ষমতা উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণে আনসার-ভিডিপি মহাপরিচালক ও ইইউ রাষ্ট্রদূতের বৈঠক ডিসি-এসপিদের সিইসির কঠোর নির্দেশ

ফরিদপুরে রতন শেখ হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ গ্রেফতার করেছে র‌্যাব

#

২৩ ডিসেম্বর, ২০২৫,  11:20 AM

news image

ফরিদপুর প্রতিনিধি ঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র‌্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় সংঘটিত রতন শেখ (৪৫) হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ (২৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ২৫/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় ভিকটিম রতন শেখ (৪৫) এর ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি কল আসলে ভিকটিম বাসা থেকে বের হয়ে নিখোজ হলে তার স্ত্রী সম্ভাব্য স্থানে খোঁজখোজি করে না পেয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি সাধরণ ডায়ারী করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী লোকমোখে সংবাদ পান যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ডিগ্রীরচর নমডাঙ্গীর ডকইয়ার্ড এলাকায় পদ্মা নদীতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসিতেছে। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী ঘটনাস্থলে পৌছে তার স্বামী রতন শেখ এর লাশ সনাক্ত করে। তৎপরবর্তীতে ভিকটিমের স্ত্রী জানতে পারে যে, গত ২৫/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০৪.০০ ঘটিকায়অজ্ঞাতনামা আসামিগণ পরসপর যোগসাজসে পূর্বশত্রæতার জেরধরে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পদ্মা নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ৫৮, তারিখ- ২৮/০৭/২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরক আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২১/১২/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায়* র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বেরীবাধ এলাকা* থেকে বর্ণিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি শ্রাবণ (২৮), পিতা- ফরহাদ শেখ, সাং- ফরিদাবাদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম