ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২৩,  10:52 AM

news image

মাদারীপুরের সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট উপলক্ষে দেখা করার কথা বলে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) সকালে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১ জানুয়ারি) রাতে রাজৈর উপজেলার কুন্ডুবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা শাখারপাড়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান (২০) ও পাট্টু মোল্লার ছেলে ইমন মোল্লা ওরফে রাব্বি (১৬)। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কয়েক দিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় হাসানের। শনিবার বিকেলে ভুক্তভোগীকে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাজৈর উপজেলার শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যান প্রেমিক হাসান। এ সময় হাসানের সঙ্গে ছিল তার বন্ধু রাব্বি। দেখা করতে গেলে ভুক্তভোগী কিশোরীকে জোর করে শাখারপাড় ব্রিজের পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে হাসান ও রাব্বি। একাধিকবার ধর্ষণের ফলে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের স্বজনরা একই দিন রাতে সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে রোববার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম