NL24 News
৩০ নভেম্বর, ২০২৫, 10:54 AM
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা সমগ্র উদ্যোগ নিয়েছি
ভোলায় গণশিক্ষা উপদেষ্টা
আহসানুল হক সাদ্দাম: ভোলায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জানুয়ারির শুরুতে শিক্ষার্থীরা সব বই পাবে। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি। এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে। আর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা সমগ্র উদ্যোগ নিয়েছি।গতকাল শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে পিইডিপি-৪ ও চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছে প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যাক্তি। তারাই মূল শিক্ষা দেন। আর শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা বরাবরই কাজ করেছি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আমরা ১০ তম গ্রেড দিয়েছি। এবং সহকারী শিক্ষকদের আমরা ১১ তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি সফল হবো। ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি-৪) এর অতিরিক্ত মহাপরিচালক মো: আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল প্রমূখ। অপরদিকে বেলা সাড়ে ১১ টার ভোলা জেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।