ঢাকা ২৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার দেশে এসেছে জেবুও বিমানবন্দর থেকে ৩০০ ফিট যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, ফুলের মালা দিয়ে বরণ

পারস্য উপসাগরে আবারও তেলবাহী ট্যাংকার আটক করল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:11 AM

news image

পারস্য উপসাগরে উত্তেজনার মধ্যেই আরও একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। আইআরজিসি জানায়, অভিযানের মাধ্যমে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী ট্যাংকারটি জব্দ করা হয়। তাদের দাবি, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক জাহাজটিতে ১৬ জন বিদেশি নাবিক ছিলেন। চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবেই ট্যাংকারটি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলামশাহি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, একটি বড় জ্বালানি ট্যাংকারে সন্দেহজনক তৎপরতা নজরে আসার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাংকারটি ছোট ছোট নৌযান থেকে ৪০ লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল। এরপর সেগুলো পারস্য উপসাগরের বাইরে অপেক্ষমাণ বড় জাহাজে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম