ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

পাবনায় ট্রাকচাপায় ২ কৃষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২২,  3:08 PM

news image

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার খিদির গ্রামের জিয়া (৪০) ও মুন্নাফ (৫০)। জানা গেছে, মঙ্গলবার সকালে খিদির গ্রাম থেকে একটি করিমনযোগে কয়েকজন কৃষক পেঁয়াজ নিয়ে বেড়া হাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে বিপরীত দিক থেকে বগুড়া অভিমুখে একটি ট্রাক করিমনকে চাপা দেয়। এ সময় করিমনযাত্রী কৃষকরা আহত হন। পরে আহত তিনজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে ঘটনাস্থলে কেউ মারা যাননি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম