ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৫,  11:05 AM

news image

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দাবি

পাকিস্তানের সীমান্ত হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছে। এমনটিই জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ ঘটনায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এসিবি। পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকাকে নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে আয়োজন করার কথা ছিল। ‘এক্স’ (সাবেক টুইটার)–এ এক পোস্টে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, উরগুন জেলায় একটি সীমান্ত হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছিলেন তিনজন স্থানীয় ক্রিকেটার। তারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা থেকে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে ছিলেন। এক বিবৃতিতে এসিবি বলেছে, ‘এই ঘটনা আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারে এক বিশাল ক্ষতি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই মর্মান্তিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এ সিরিজটি চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ত্রিদেশীয় টুর্নামেন্ট হতে পারত—আগস্টে এশিয়া কাপের আগে তারা প্রথমবার এমন সিরিজে মুখোমুখি হয়েছিল। তবে এটি হতে যাচ্ছিল পাকিস্তানের মাটিতে দুই দলের প্রথম ত্রিদেশীয় আসর। এর আগে আফগানিস্তান পাকিস্তানে খেলেছে ২০২৩ সালের এশিয়া কাপ ও এ বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফিতে, তবে কখনোই স্বাগতিকদের বিপক্ষে মুখোমুখি হয়নি। তালিকাভুক্ত সূচি অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল দুইবার—১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে এবং ২৩ নভেম্বর আবারও। উল্লেখ্য, সিরিজটি এমন এক সময়ে আয়োজন করা হয়েছিল যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম