আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল, ২০২২, 11:20 AM
পাকিস্তানের রাজপথে ইমরান খানের পক্ষে ও মার্কিনবিরোধী স্লোগান
গত রবিবার (৩ এপ্রিল) পাকিস্তানের সংসদ ভেঙে দেন দেশটির রাষ্ট্রপতি। এর আগে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয় সংসদে। এরপর থেকে পার্লামেন্টের বাইরে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান ওঠে। ‘যে যুক্তরাষ্ট্রের বন্ধু সে দেশদ্রোহী’ ‘ইমরান খান পাকিস্তান বাঁচাবেন’ এমন স্লোগানে রাজপথ মুখরিত রাখে জনগণ। এসময় এ সময় যুক্তরাষ্ট্রের পতাকাও পোড়ায় তারা। ইমরান খান গত রোববার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে জনসমক্ষে তথ্য প্রকাশ করেছেন। গত মাসের প্রথম দিক থেকে ইমরান খান যুক্তরাষ্ট্রের তরফ থেকে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করে আসছেন। ইমরান খান বলেন, ডোনাল্ড লিউ আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে, অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে। এরপর থেকেই মার্কিনবিরোধী মনোভাব চাঙ্গা হয়ে উঠেছে পাকিস্তানে।