ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি

#

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৫,  12:35 PM

news image

বদলে গেল পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে।রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক বদলের কথা জানিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রিজওয়ান এবং আফ্রিদি দু’জনেই খেলছেন। তবে কেন রিজওয়ানকে সরানো হয়েছে, তার কোনো ব‍্যাখ‍্যা পাক বোর্ডের বিবৃতিতে জানানো হয়নি। এমনকি ওই বিবৃতিতে রিজওয়ানের নামও উল্লেখ করা হয়নি। পাক বোর্ড শুধু জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ’ আগেই জানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি লিখেছিলেন হেসন। সেখানেই নেতৃত্ব বদলের কথা জানিয়েছিলেন তিনি। তবে যাকেই নতুন অধিনায়ক করা হোক না কেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে। ২০২৪ সালে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল রিজওয়ানকে। অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় তার নেতৃত্বেই জিতেছে দল। কিন্তু পরে ঘরের মাঠে ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় ও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর চাপে ছিলেন রিজওয়ান। ‘জিয়ো নিউজ’-এর খবরে বলা হয়েছিল, রিজওয়ান সরলে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আফ্রিদিই। আরও দু’জনের নাম শোনা গিয়েছিল।  টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সালমান আঘা ও পুরনো অধিনায়ক বাবর আজম। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাবরই পাকিস্তানের অধিনায়ক ছিলেন। কিন্তু ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে খারাপ খেলার পর নেতৃত্ব ছেড়ে দেন তিনি। কিন্তু নতুন অধিনায়ক বেছে নিল পাক বোর্ড। ২০২৪ সালের জানুয়ারিতে আফ্রিদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু নিউজিল‍্যান্ডের কাছে ১-৪ ফলে সিরিজ হারার পর রিজওয়ানের মতো একই পদ্ধতিতে তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল। শেষবার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবরকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম