ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

পাকিস্তানকে বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সুখবর পেল টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪,  3:17 PM

news image

ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছিল টাইগাররা। তবে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে আবারও ছন্দে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই প্রথম ম্যাচে জয়ের পরই সুখবর পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৮ রান করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে টাইগাররা ৫৬৫ রানে অলআউট হলে, ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১৪৬ রানে অলআউট হয় বাবর-রিজওয়ানরা। এতে ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশে। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে। পাকিস্তান সিরিজের আগে একেবারেই তলানির দিকে ছিল বাংলাদেশ। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। এ ছাড়া তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমান ৫ ম্যাচে দুই জয় নিয়েও হেড টু হেডে এগিয়ে থাকায় শান্তদের একধাপ ওপরে আছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা দুই দলই ২০২৫ সালে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জয় তুলতে পারলে শ্রীলঙ্কাকে টপকে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের রেকর্ড গড়বে টাইগাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম