পটুয়াখালী সরকারি কলেজের হোস্টেলের ফ্লোর দেবে ৮ ছাত্র আহত
জহিরুল ইসলাম
১৬ নভেম্বর, ২০২১, 11:38 AM
জহিরুল ইসলাম
১৬ নভেম্বর, ২০২১, 11:38 AM
পটুয়াখালী সরকারি কলেজের হোস্টেলের ফ্লোর দেবে ৮ ছাত্র আহত
পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের ফ্লোর দেবে প্রায় ৭ ফিট গর্ত হয়ে যায়। এতে ৮ জন ছাত্র আহত হয়েছেন। সোমবার ১৫ নভেম্বর রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শি জানান, ছাত্রাবাসের এলার্ট মিটিং শেষ করে সবাই বারান্দায় এসে দাড়ালে হঠাৎ ফ্লোরের নিচের মাটি সরে প্রায় ৭ ফিট গর্ত হয়ে যায়। গর্তে ৮ জন ছাত্র পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে কলেজের সহকারী হল সুপার সামিম আহমেদ জানান ধারনা করা হচ্ছে সাম্প্রতিক ড্রেজার দিয়ে কলেজের মাঠে বালু ফেলা হয়। ধারণা করা হচ্ছে বালুর সাথে থাকা পানি সরে যাওয়ার সময় ছাত্রাবাসের ওই অংশ থেকে মাটি সরে যাওয়া এমন ঘটনা ঘটেছে। তিনি আরো জানান রাতে যে ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন। বাকি ৩/৪ জন এখনো হাসপাতালে আছেন।