ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর কিছু লোক আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়েছে: প্রধান উপদেষ্টা সাত দফা দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ আরবান পাবলিক হেলথ প্রজেক্টের উদ্যেগে ২ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন দিনাজপুরে সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০ সালিশ থেকে বিরত থাকতে বিএনপির নির্দেশ শারদীয় দুর্গাপূজা: কারা কবে থেকে ছুটি পাচ্ছেন আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে ফল হলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ বৃষ্টির দিনে পায়ের যত্ন

নৌকার বিরোধিতা করেও পেলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের পদ

#

০৭ জানুয়ারি, ২০২৩,  9:13 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা ব্যক্তি পেয়েছেন নবগঠিত পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ও দলে নব্য অনুপ্রবেশকারী যারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করে নাই কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই ইউনিয়নের তৃনমুল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে নবগঠিত কমিটি বাতিল চেয়ে ইতিমধ্যেই জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে নবগঠিত কমিটির বিষয় অভিযোগ করেন সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী,  সাবেক পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের অন্যতম সদস্য ও বর্তমান জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য প্রভাষক মো. কামাল হোসেন। তিনি অভিযোগ করে বলেন, সদ্যঘোষিত পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে মো. রুজভেল্ট মিয়াকে। যিনি গত ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর প্রকাশ্যে বিরোধিতা করেছেন। বিদ্রোহী প্রার্থীর সভা, মিছিল, মিটিং এ অংশ নিয়ে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করতে ভুমিকা রাখেন। তিনি বিগত দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাধারণ সদস্যও ছিলেন না। বর্তমানে তিনি ঔষধ কোম্পানিতে কর্মরত, কোম্পানির টার্গেট পূরণ নিয়ে সারাদিন ব্যাস্ত থাকেন। এমন একজন ব্যাক্তিকে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ দেয়ায় আমরা যারা সক্রিয় আওয়ামী লীগের রাজনীতি করি চরম হতাশ। তাছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া কামাল হোসেন আরোও বলেন, গত ০৭ ডিসেম্বর অনুষ্ঠিত পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন তিনি। কিন্তু নবগঠিত কমিটিতে তাকে করা হয়েছে ২নং যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় থেকে সকল নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কাজ করেও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনে তাকে সঠিক মূল্যায়ন করা হয়নি। তাই উপজেলা কমিটির কাছে জোর অনুরোধ করেন অতি দ্রুত নবগঠিত কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করার। সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মেলাকার বলেন, ইতিমধ্যে কমিটি বাতিলের জন্য জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি আবেদন এর বিষয়বস্তু অনুধাবন করে উপজেলা আওয়ামী লীগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ বিষয় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রুজভেল্ট মিয়া মুঠোফোনে বলেন, এটা উপজেলা আওয়ামী লীগের বিষয় তারা আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম