ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ ছাত্র সংসদ নির্বাচনে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী: আইএসপিআর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা ডাকসু ও হল সংসদ নির্বাচন: ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের আবাসিক হোটেল থেকে টিকটকার মাহি আটক ডিআরইউতে অবরুদ্ধ লতিফ সিদ্দিকীকে বের করে নিয়ে গেল পুলিশ বুয়েটের সব পরীক্ষা স্থগিত বিশ্বে প্রথম কার্যকর এইডস টিকা তৈরি করছে রাশিয়া চার দিনে ৪৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নেইমার-ভিনিকে ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের

#

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট, ২০২৫,  10:40 AM

news image

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত এই স্কোয়াডে নেই নেইমারসহ বেশ কিছু অভিজ্ঞ মুখ। জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ এবং অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলার। চোটের কারণে নেইমার এবং এডারসন ছিটকে পড়েছেন। নিষেধাজ্ঞার কারণে দলে নেই ভিনিসিউস জুনিয়র এবং জায়গা হারিয়েছেন রদ্রিগো। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দলে এনেছেন নয়টি পরিবর্তন। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ। এছাড়াও দলে ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইজ হেনরিক। দুই প্রতিপক্ষের মধ্যে চিলির বিশ্বকাপের আশা ইতিমধ্যেই শেষ, তবে বলিভিয়া এখনো প্লে-অফের দৌড়ে রয়েছে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে (চিলির বিপক্ষে) এবং ৯ সেপ্টেম্বর এল আল্টোতে (বলিভিয়ার বিপক্ষে)।

ব্রাজিলের স্কোয়াড

গোলকিপার : অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা

ডিফেন্ডার : আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন, ওয়েসলিফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড : এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম